মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে : আলী রীয়াজ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐক্যতম কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় দফায় বৈঠকে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। এখন এগুলো পর্যালোচনা করা হবে আর আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।
 
বৈঠকের প্রাথমিক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তাদের মৌলিক সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান রুখতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করাই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত।
 
তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে।
 
এ বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com