গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, একুশে টেলিভিশন গাইবান্ধা জেলা প্রতিনিধি আফরোজা লুনা, ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, সংগঠক মোখলেছুর রহমান, কল্লোল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, গেল ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে প্রতিবেশি ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। সেই স্কুলছাত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে।
বক্তারা অবিলম্বে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে সারাদেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলা৭১নিউজ/এসএইচ