কুষ্টিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে দবোরা খানম (সারিকা) নামে একজন নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া শহরের উপজেলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী অ্যাডভোকেট সারিকাসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দবোরা খানম সারিকা মারা যান।
নিহত দবোরা খানম সারিকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ও শহরতলীর উপজেলা মোড় এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএবি