আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে দেশটির জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই মানবিক সংকটে বিজিএমইএ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য ২ হাজার পোশাক অনুদান দিয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মেজর (অবঃ) মো. সাইফুল ইসলাম এই অনুদানকৃত পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনসের জিএসও-২ (নৌ), লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের কাছে হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, এই বিপর্যয়ে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া, ৩ হাজারের বেশি আহত এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসা সেবার অভাবে সেখানে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রমের সমন্বয় করছে এবং বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে। এই উদ্যোগে অংশীদার হয়ে বিজিএমইএ তার মানবিক দায়িত্ব পালন করছে।
বিজিএমইএ মনে করে, এই মানবিক সহায়তা আফগান ভাই-বোনদের প্রতি সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। এই দুঃসময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দুর্গত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।
বাংলা৭১নিউজ/এসএম