শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

মঙ্গলবার নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তোরণ শীর্ষক কর্মশালায় এমন দাবি তোলেন তারা। কর্মশালায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রগুলো জানিয়েছে, দু’দিনের কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন। এছাড়া তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দাবি করেছেন। ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেক সময় পাওয়া যায় না, তাদের দৃশ্যমান করা; সরকারি সম্পদের ব্যবহার রোধ; আচরণবিধি প্রতিপালনে অনীহা; হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com