বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

পাকিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিত-বালতিস্তান (জিবি) অঞ্চলের দিয়ামির জেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের সবাই হেলিকপ্টারটির ক্রু সদস্য ছিলেন। সোমবার এক সরকারি মুখপাত্র এ খবর জানিয়েছেন।

জিবি সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফিরাক তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে টেলিফোনে জানান, হেলিকপ্টারটি সাম্প্রতিক বন্যা ও বর্ষণের পরবর্তী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল।

তিনি জানান, হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ও তিনজন টেকনিক্যাল কর্মী ছিলেন। এটি একটি প্রস্তাবিত নতুন হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেছে। 

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও মুখপাত্র জানান, এটি সম্ভবত “প্রযুক্তিগত ত্রুটির” কারণে ঘটেছে।

সূত্র: আনাদোলু

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com