সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই সংসদ নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব : মার্কিন দূতকে সিইসি প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাতিল, খাল-নালা পরিষ্কার করবে বিএনপি নির্বাচনে নৌবাহিনী-বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি অস্বাভাবিক নয়’ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ মঙ্গলবার আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভূমিকম্পে আফগানিস্তানে নিহত বেড়ে ৬২২ মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিতে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দেয়ার উদ্যোগ নেয়া হবে সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি : মির্জা ফখরুল

মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে গর্ভধারিণী মাকে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে, পুত্রবধূসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাঁথিয়া থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তাদের নিজ বাড়ি থেকে আটক করে। এর আগে নির্যাতিত বৃদ্ধার আরেক ছেলে ফজলুল হক বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন—মৃত আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম, তার স্ত্রী সোনালী খাতুন (৩৫), নজরুলের শ্যালক মনিরুজ্জামান টিপু, শ্যালিকা ফরিদা খাতুন ও মুর্শিদা খাতুন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী খাতুন তার শাশুড়ি ৭৫ বছর বয়সী কাঞ্চন খাতুনকে মাটিতে ফেলে মারধর করছেন। এরপর ছেলে নজরুল ইসলাম মায়ের গলা টিপে ধরে শূন্যে তুলে মাটিতে ফেলে দেন। এ সময় বৃদ্ধা মা চিৎকার করে কাঁদতে থাকেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি জয়নাল আবেদীন রানা বলেন, “নিজ মাকে এভাবে নির্যাতন করতে পারে, ভিডিওটি না দেখলে বিশ্বাস করা যেত না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়দের বাধার মুখে পড়লে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রবিবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com