নানা সমস্যায় জর্জরিত ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংকের সম্পদ মান যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ- একিউআর) করতে বিশেষ অডিট শুরু করেছে বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েট। ব্যাংক তিনটি হলো—এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর সম্পদ মান যাচাইয়ে বিশেষ অডিটের জন্য বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েটকে একিউআর কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
ডেলয়েটের একটি দল গতকাল বুধবার (২০ আগস্ট) আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। এর মাধ্যমে বিশেষ অডিট কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অডিট শেষে ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, একিউআরের জন্য বিশ্বব্যাংক অর্থায়ন করছে। ১১টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তিনটি ব্যাংকের রিভিউ হবে। এর পরে বাকি ব্যাংকগুলোর রিভিউ হবে। সেগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
ব্যাংকগুলোর প্রকৃত ঋণের অবস্থা, খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, মূলধন ঘাটতি, আমানতের প্রকৃত চিত্র উঠে আসবে অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের মাধ্যমে।
এর আগে নিরীক্ষা প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি ছয়টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছে। সে ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
রিভিউয়ে দেখা গেছে, উল্লিখিত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। এরপর এসব ব্যাংককে একীভূত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, বিদেশি মালিকানার কারণে আইসিবি ইসলামিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। বাকি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলা৭১নিউজ/এসএইচ