‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী বিদ্যা বালানের। গত ১০ জুন এ সিনেমার দুই দশক পূর্ণ হয়েছে। একই সঙ্গে বলিউডেও বিদ্যা বালানের ২০ বছর। এ উপলক্ষে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে ‘পরিণীতা’ সিনেমা। প্রদীপ সরকার নির্মিত সিনেমাটি আগামী ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মুক্তির আগে ‘পরিণীতা’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সিনেমাটির প্রযোজক বিধু বিনোদ চোপড়া জানান, অডিশনের সময়ে বিদ্যা বালান তাকে গালিগালাজ করেছিল।
স্মৃতিচারণ করে বিধু বিনোদ চোপড়া বলেন, “অনেক শীর্ষ নায়িকা পরিণীতা করতে চেয়েছিলেন। প্রদীপ সরকার জানান, চেম্বুর থেকে নতুন একটি মেয়ে এসেছে। আমি বললাম, ‘চলো, মেয়েটাকে পরীক্ষা করে দেখা যাক।’ সাধারণত, স্ক্রিন টেস্টের সময় অভিনয়শিল্পীদের সঙ্গে দেখা করি না। বিদ্যাকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তারপর প্রদীপকে বললাম, ‘চলো একটা ফাইনাল টেস্ট নিই।”
বিদ্যা বালানের গালিগালাজের ঘটনা বর্ণনা করে বিধু বিনোদ চোপড়া বলেন, “বিদ্যা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। চূড়ান্ত অডিশনের আগে বিদ্যা আমাকে গালিগালাজ করেছিল। বিদ্যাকে বলতে শুনেছিলাম—‘তিনি (বিধু বিনোদ চোপড়া) নিজেকে কী মনে করেন?’ তখন পর্যন্ত বিদ্যা ২০-২৫টা টেস্ট দিয়ে ফেলেছে। তারপর চূড়ান্ত টেস্টে সে এমন অসাধারণ পারফর্ম করল; যা ছিল অবিশ্বাস্য!”
‘পরিণীতা’ সিনেমার জন্য বিদ্যাকে যখন চূড়ান্ত করা হয়, সেই সময়টি ছিল অবিশ্বাস্য একটি মুহূর্ত। তা স্মরণ করে বিদ্যা বালান বলেন, “দাদা (প্রদীপ সরকার) আমাকে ফোন করলেন। আমি বললাম, ‘দাদা, আমি এখন একটা কনসার্টে আছি, পরে ফোন করছি।’ কিন্তু উনি বললেন, ‘না, মিস্টার চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান।’
আমি বললাম, ‘হ্যাঁ দাদা, কনসার্টের পরে কথা বলছি।’ তারপর মিস্টার চোপড়া বললেন, ‘তোর জীবন বদলে যেতে চলেছে, বাইরে আয়।’ আমি ভাবলাম, ‘আবার কী বলবেন, আমি বুঝি আবার বাদ পড়েছি?’ কারণ আমি এতগুলো অডিশনের মধ্যে দিয়ে গিয়েছি যে, আমি একটুও আশা করিনি। কিন্তু উনি বললেন, ‘বাইরে আয়।’ আমি বাইরে গেলাম, তখন উনি ফোনে বললেন, ‘তুই-ই আমার পরিণীতা।’ আর আমি তখনই কাঁদতে শুরু করলাম। একেবারে পাগলামির মতো একটা মুহূর্ত ছিল।”
‘পরিণীতা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রেখা, দিয়া মির্জা, বিদ্যা বালান, বিধু বিনোদ চোপড়া, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি প্রমুখ। এ অনুষ্ঠানে রেখার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় বিদ্যাকে। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন ইন্টারনেটে ভাইরাল।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ উপন্যাস অবলম্বনে প্রদীপ সরকার একই নামে সিনেমাটি নির্মাণ করেন। এতে ললিতা চরিত্র রূপায়ন করেন এই অভিনেত্রী। তাছাড়াও অভিনয় করেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, রাইমা সেন, দিয়া মির্জা প্রমুখ। সিনেমাটির একটি গানে দেখা যায় বরেণ্য অভিনেত্রী রেখাকে।
তথ্যসূত্র: এনডিটিভি
বাংলা৭১নিউজ/এসএইচ