আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব এ কথা বলেন তিনি।
এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুদকের আঞ্চলিক পরিচালক, জেলা ও বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণকাজ আগামী ২৪ মাসে শেষ হবে বলে।