মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

১৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার, টুঙ্গিপাড়ায় আলাদা ব্যবস্থা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার নিজ জেলা গোপালগঞ্জসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। 

এছাড়াও দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের সভা-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে কি না সেই বিষয়টিও নজরে রাখছেন গোয়েন্দারা।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলের জন্য থাকবে আলাদা নিরাপত্তাব্যবস্থা। সেখানে কাউকে রাজনৈতিক বক্তব্য ও সমাবেশ করার সুযোগ দেওয়া হবে না বলে জানা গেছে।

সূত্র জানায়, একসময় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলে প্রতিদিন লোকজনের সমাগম থাকলেও গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর তা কমে গেছে। বর্তমানে দলে দলে লোকজনকে সমাধিস্থলে জিয়ারত করতে দেখা যায় না বলে এক পুলিশ কর্মকর্তা জানান। তবে মাঝেমধ্যে দু-একজন জিয়ারত করতে আসেন। গোপালগঞ্জ ও গোপালগঞ্জের বাইরের লোকজনকেও আসতে দেখা যায়।

গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থানীয়রা শেখ মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি। কারণ সমাধিসৌধের গেট বন্ধ ছিল। একই সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্ক সত্ত্বেও সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং একটি ঝটিকা মিছিল বের করেন। 

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সমাধিস্থলের কমপ্লেক্স দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। জানা গেছে, আসন্ন ১৫ আগস্ট ঘিরে  শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়ার পরিস্থিতি স্বাভাবিক। আমরা নিরাপত্তার স্বার্থে সমাধিস্থলে দায়িত্ব পালন করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে সেখানে (সমাধিস্থল) কোনো প্রোগ্রাম হবে এমন কোনো খবর আমাদের জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো আবেদন করেনি থানায়। কার্যক্রম নিষিদ্ধ দল হিসেবে বক্তব্য রাখা বা সমাবেশ করার কোনো সুযোগ নেই।’ 

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ‘কোটালীপাড়া এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করলে তা মোকাবেলা করা হবে।’

 ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আমরা সব সময় সতর্ক থাকি। নির্দিষ্ট কোনো দিন ধরে নিরাপত্তার বিষয় নয়। যদি নির্দিষ্ট কোনো দিনে কেউ কোনো পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে, তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com