মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্য নির্ধারণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও গ্রামীণ ঋণ নীতি ও কর্মসূচি ঘোষণা করেছে। এতে ৩৯ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ২.৬৩% বেশি।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য ১৩,৮৮০ কোটি এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য ২৫,১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেন, পর্যাপ্ত কৃষি ঋণপ্রবাহ জিডিপি প্রবৃদ্ধি ও মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। এবারের নীতিতে প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণের লক্ষ্য ১৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে এবং সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে ২% বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া যেকোনো পরিমাণ কৃষি ঋণে বাধ্যতামূলক সিআইবি রিপোর্ট, নতুন ফসল যেমন কচু, বিট, শসা, রসুন, আদা, আখ প্রভৃতি অন্তর্ভুক্তি, এবং কৃষক সচেতনতা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েব-ভিত্তিক এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার চালুর মাধ্যমে ঋণ বিতরণ ও পর্যবেক্ষণ আরও জোরদার হবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে- এসব পদক্ষেপ কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com