গ্রাহকদের আরো আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ইমামগঞ্জ শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঢাকার ১৫/১৬ ইমামগঞ্জের এ.কে ফেমাস ট্রেড সেন্টারে আরো বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে স্থানান্তরিত শাখাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আফরোজা সুলতানা, রমেশ চন্দ্র সিকদার, মো.আলমগীর হোসেন, মো. আহসান উল্লাহ, মো. গোলাম মোস্তফা ও শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ