ভারতের রাজস্থানের জলাওয়ার জেলায় পিপলোদি সরকারি স্কুলের ভবন ধসে ৪ শিশু মারা গেছে। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে স্কুল ভবনের ছাদ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ৪ জন শিশুর। আহত হয়েছে অন্তত ১৭ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয়রা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ঘটনার সময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
জলাওয়ারের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত কুমার পিটিআই-কে জানান, ঘটনায় চারজন শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে জলাওয়ারের হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছেছে অন্তত চারটি জেসিবি মেশিন, শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।
রাজ্যের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার জানান, আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহতদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নিতে। পাশাপাশি, কেন এই ভবনটি ধসে পড়ল তা তদন্ত করে দেখা হবে। আমি কালেক্টরের সঙ্গেও কথা বলেছি, যাতে কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয়।
সূত্র: এনডিটিভি
বাংলা৭১নিউজ/এসএইচ