বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ফতুয়া, লুঙ্গি আর গামছা পরে নববর্ষকে বরণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের আয়োজনে ড্রেস কোড ছিল ফতুয়া, লুঙ্গি ও গামছা। যা উৎসবে এনে দিয়েছে এক অন্যরকম বাঙালিয়ানার রূপ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শোভাযাত্রাটি কালেক্টরেট পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।

শোভাযাত্রায় নানা রঙের ফেস্টুন, মুখোশ ও বাংলার ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে জেলা প্রশাসক উদ্বোধন করেন ১০ দিনব্যাপী বৈশাখী মেলার, যা রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মার উৎসব। আমরা চাই সবাই এই উৎসবকে ঐতিহ্যবাহী রূপে উদযাপন করুক। তাই এবারের ড্রেস কোডে ছিল ফতুয়া, লুঙ্গি ও গামছা। যা আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ফারিহা আক্তার বলেন, এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে নতুন করে জানতে ও ভালোবাসতে শেখায়। ড্রেস কোডের আইডিয়াটা দারুণ। সবাই যেন একসূত্রে বাঁধা ছিলাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com