শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

রেমিট্যান্সসেবায় বাংলাদেশ কমার্স ব্যাংক ও বিকাশের চুক্তি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিকাশের পক্ষে আলি আহাম্মেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। এছাড়া পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম, বিকাশের রেমিট্যান্স ও ফিন্যান্সিয়াল সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল আহসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায়, বাংলাদেশ কমার্স ব্যাংক নিজস্ব গ্রাহক ছাড়াও বিকাশ ও অন্যান্য ব্যাংকের গ্রাহকদের সরাসরি রেমিট্যান্স সেবা দিতে পারবে।

অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবা উন্নয়ন ও টেকসই ডিজিটাল লেনদেন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com