বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

বর্ষার দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে চতুর্থ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

বর্ষাকাল চললেও রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা থেকে মুক্তি মিলছে না। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নিরূপণকারী ওয়েবসাইট আইকিউএয়ার-এর তথ্যে দেখা গেছে, ঢাকার বাতাসের মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI) ছিল ১৪৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় এই স্কোরে ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।

তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা (১৫৮)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা (১৫৪), তৃতীয় অবস্থানে দুবাইয়ের আবুধাবি (১৫১)। ঢাকার ঠিক পরেই পঞ্চম স্থানে রয়েছে চিলির সানটিয়াগো (১৫১)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী

স্কোর ৫১ থেকে ১০০ হলে সেটিকে মাঝারি বা গ্রহণযোগ্য বায়ু ধরা হয়,

১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর,

১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্যই অস্বাস্থ্যকর,

২০১ থেকে ৩০০ স্কোর মানে খুবই অস্বাস্থ্যকর,

৩০১ বা তার বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা রয়েছেন, যাঁদের জন্য এই বায়ু বিশেষভাবে ক্ষতিকর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com