রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

ভিয়েতনামে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭, এখনো নিখোঁজ অনেকে

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ভিয়েতনামের হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড়ের মধ্যে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রবিবার (২০ জুলাই) সকালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উত্তর ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। ভিয়েতনাম বর্ডার গার্ড ও নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন ১০ বছর বয়সী শিশু, যাকে নৌকার উল্টে যাওয়া অংশের একটি এয়ার পকেটে আটকে থাকার পর উদ্ধার করা হয়। শিশুটি জানায়, “আমি গভীরভাবে শ্বাস নিয়ে ডুব দিলাম, তারপর ওপরে উঠে আসি। সাহায্যের জন্য চিৎকার করেছিলাম, তখন একটি নৌকা আমাকে টেনে তোলে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আকাশ অন্ধকার হয়ে আসে এবং টোয়ের মতো বড় শিলাবৃষ্টি, বজ্রঝড় ও বিদ্যুৎ চমক দেখা যায়। বেশিরভাগ যাত্রীই হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবার ছিল।

ভিএনএক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে,  উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে অন্তত আটটি শিশু রয়েছে।

উদ্ধার অভিযান রাতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিবিসিখালিজ টাইমস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com