‘ভারত-পাক সংঘর্ষ নিয়ে এ বার নতুন দাবি ট্রাম্পের! বললেন, ‘চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে’।
পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী পর্যায়ে গত ৭-১০ মে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে তিনি মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েছিলেন বলেও আবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার দাবি করলেন, ‘অপারেশন সিঁদুর’-পর্বে দু’দেশের সংঘাতে অন্তত চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। তবে পহেলগাঁও হত্যাকাণ্ড পরবর্তী পর্যায়ে গত ৭-১০ মে ভারত-পাকিস্তান সংঘর্ষে কোন দেশের ক’টি বিমান ধ্বংস হয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প।
শুক্রবার রিপাবলিকান পার্টির সেনেটর এবং ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর সদস্যদের নৈশভোজে ট্রাম্প বলেন, ‘‘আমরা অনেকগুলি যুদ্ধ থামিয়েছি। আর তা যথেষ্ট গুরুতর ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছিল। উড়ন্ত যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামানো হয়েছিল। চার বা পাঁচটি। তবে আমার মনে হয় আসলে পাঁচটি জেট ধ্বংস করা হয়েছিল। দু’টি পারমাণু শক্তিধর দেশ পরস্পরকে আঘাত করছিল। এটি আসলে নতুন ধরনের যুদ্ধ ছিল।’’
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর তার জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। প্রত্যাঘাতের অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চার দিন সংঘর্ষ চলে। গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও) স্তরে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সংঘর্ষবিরতি হয়।
কিন্তু, তাৎপর্যপূর্ণ ভাবে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতির কথা প্রথম ঘোষণা করেছিলেন ট্রাম্প। এর পর একাধিক বার তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষবিরতি হয়েছে। তবে ইসলামাবাদ ট্রাম্পের কৃতিত্ব মেনে নিলেও নয়াদিল্লি তাঁর ওই দাবি স্বীকার করেনি। পাকিস্তানের তরফে সংঘর্ষপর্বে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি করা হয়েছিল। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছিলেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। তবে ধ্বংস হওয়া যুদ্ধবিমানের সংখ্যা জানাননি তিনি।
বাংলা৭১নিউজ/সূত্র: আনন্দবাজার অনলাইন