সিলেটে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ইউনিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি ষংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ইউনিক পরিবহনের বাস চালকের সহকারী রাজু (২৫) ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায়। এ ঘটনায় দুই চালকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক বাসের চালকের সহকারী মারা যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গেছেন। দুর্ঘটনার পর বাস দুটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বাংলা৭১নিউজ/এবি