বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপদেষ্টার বিবৃতির প্রতিবাদ, গণছুটি কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত আল্লাহর কাছে দোয়া করেন যেন জাকসু নির্বাচনটাও সুষ্ঠু হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬ ৫ হাজার বিডব্লিউটির বেশি ধারণক্ষমতার জাহাজের মূসক অব্যাহতি আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের উপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশ : আলী রীয়াজ জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরীফ

বিকাশে তাৎক্ষণিক রেমিটেন্সে প্রিয়জনের পাশে প্রবাসী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

অনলাইনের একটা পেইজে ১৮ কেজি ওজনের নদীর বোয়াল মাছ বিক্রির ভিডিওটি দেখেই ভাইকে বিকাশে রেমিটেন্স পাঠিয়ে মাছটা বুকিং দেয় জাপান প্রবাসী সুমি। ছোটবেলায় বড় বোয়াল মাছ নিয়ে বাসায় আসতেন বাবা। সেই মাছ ঘিরে কত মধুর স্মৃতি। বাবাকে সারপ্রাইজ দিতেই তাই তার পছন্দের বড় মাছটি কিনে বাসায় পাঠানোর ব্যবস্থা করে তিনি। 

ক্যারিয়ারের প্রয়োজনে বাবা-মাকে রেখে দূর প্রবাসে বসবাস সুমির। স্থানের হিসেবে দূরত্ব থাকলেও মানসিকভাবে বাবা-মায়ের সঙ্গেই যেন তার বাস। আর বিকাশের মাধ্যমে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠিয়ে মাছ কেনার এই মুহুর্তটি তার কাছে অনেক আনন্দের।

এদিকে বাড়িতে ফোন দিয়ে খবর পান নববিবাহিতা স্ত্রী কেনাকাটার জন্য মার্কেটে গেছেন। স্ত্রীকে চমকে দিতে তখনই তার বিকাশে রেমিটেন্স পাঠান ইতালি প্রবাসী শাওন। সঙ্গে ছোট্ট একটা ম্যাসেজ-জানি তুমি কেনাকাটা করতে গেছ। টাকা পাঠালাম। নীল রঙের একটা শাড়ি কিনে পরবে। আমার উপহার। স্বামীর এমন হঠাৎ সারপ্রাইজে চমকে যান লিজা। দূরে থাকার পরও স্বামীর উপস্থিতি অনুভব করেন তিনি।

সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে সংসারের প্রয়োজনে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের বাসিন্দা রসুল মিয়া। ঘূর্ণিঝড়ের রাতে প্রসব বেদনা উঠলে তার স্ত্রী আকলিমাকে হাসপাতালে নিয়ে যান আত্মীয়স্বজন। সন্তান ও মাকে বাঁচাতে মাঝ রাতেই অপারেশনের সিদ্ধান্ত নেয় ডাক্তার। এমন গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে না থাকার মনোবেদনা ছিল পাহাড়সম। তবু অপারেশনের জন্য তাৎক্ষণিক বিকাশে রেমিটেন্স পাঠিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফ্যালেন তিনি। সন্তানকে নিয়ে ঘরে ফেরে তার স্ত্রী। 

প্রিয়জনের বিশেষ মুহূর্তগুলো– হোক তা আনন্দের কিংবা সংকটের, সেই সময়গুলোতে পাশে থাকার চেষ্টায় প্রবাসীদের বড় বাধা দূরত্ব। প্রযুক্তির কল্যাণে কোটি প্রবাসী তাই প্রিয়জনের সেই বিশেষ মুহুর্তগুলোকে আরও অর্থবহ করে তুলতে বিকাশে রেমিটেন্স পাঠান। সহজে মুহূর্তে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানোর সুযোগ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি প্রবাসীর সঙ্গে তার পরিবারের বন্ধন আরও দৃঢ় করে। 

জানা যায়, বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানো এবং তা তুলে ব্যবহার করা প্রবাসী এবং তার প্রিয়জন উভয়ের জন্যই অনেক ক্ষেত্রেই সময় সাপেক্ষ হয়ে পড়ে। এ কারণে যখন প্রয়োজন ওই মুহূর্তেই রেমিটেন্স পাঠাতে বা পেতে বিকাশে রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বাড়ছে প্রবাসীদের। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিকাশে তাৎক্ষণিক আসা রেমিটেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক। 

বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে, ১৩০টির বেশি মানি ট্রান্সফার অপারেটর হয়ে, বাংলাদেশের ২৫টি ব্যাংকে সেটেলমেন্ট হয়ে ৮ কোটিরও বেশি বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে নিমেষেই রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী। সরকারি প্রণোদনাসহ এই অর্থ সরাসরি প্রবাসীর প্রিয়জনের বিকাশে পৌঁছে যাচ্ছে প্রতিমুহূর্তে। 

বৈধ পেথে ব্যাংকিং চ্যানেলের ‘লাস্ট মাইল সল্যুশনস প্রোভাইডার’ হিসেবে বিকাশে পাঠানো রেমিটেন্স মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়ে দেশে থাকা পরিবার-প্রিয়জনদের জীবনমান বাড়াতে ভূমিকা রাখছে। সহজে এই রেমিটেন্স পাঠানোর সুযোগ হুন্ডিসহ অবৈধ পথে অর্থ পাঠানোকে নিরুৎসাহিত করছে।

পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে দেশ গঠনে ভূমিকা রাখছে। এদিকে, বিকাশে আসা রেমিটেন্স বিকাশ করেই মোবাইল রিচার্জ, সেভিংস, কেনাকাটা, বিল পরিশোধ, এনজির কিস্তি পরিশোধ, স্কুল-কলেজের ফি পরিশোধসহ অসংখ্য সেবা সহজেই নিতে পারছেন প্রিয়জনেরা। এভাবেই জীবনকে এগিয়ে নেওয়া আর সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে বিকাশ পাশে আছে সবসময়।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com