বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে নাগরিক সমাজকে ক্ষমতায়িত করতে কাজ করছে ইইউ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে। তারই অংশ হি‌সে‌বে নির্বাচন পর্যবেক্ষণের ওপর তিন দিনের একটি কর্মশালা শেষ হ‌য়ে‌ছে।

সম্প্রতি আয়োজিত কর্মশালা নি‌য়ে ইইউর ঢাকা অফিস এক বার্তায় জানায়, ইউরোপীয় ইউনিয়নের অংশীদার  আনফ্রেল, ইপিডি দ্বারা পরিচালিত, ১৮-২০ জুন ঢাকায় নাগরিক নির্বাচন পর্যবেক্ষণের ওপর ৩ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধিতে সক্রিয় এবং নিরপেক্ষ নাগরিক নির্বাচন পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা সব অংশগ্রহণকারীর ধারা তুলে ধরা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের নির্দেশনা দেওয়ার জন্য স্পষ্ট নিয়ম জারি করার ক্ষেত্রে তার সমর্থন এবং ভূমিকা জরুরি।

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল এবং তার অংশীদাররা বাংলাদেশের জন্য আরও গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে নাগরিক সমাজকে ক্ষমতায়িত করার চেষ্টা করছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com