বাংলা৭১নিউজ, ঢাকা : যেসব শিক্ষার্থী একটানা ১০ দিনের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত তাদের তালিকা চেয়েছে সরকার।
আজ শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চলতি মাসের শুরুতেই গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে যে জঙ্গি হামলা চালানো হয়েছে, দেখা যাচ্ছে এসব হামলায় জড়িতরা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। সমাজের সর্বাধিক সুবিধাপ্রাপ্ত অংশের এই ছেলেরা পড়ালেখা করছিল নামি প্রতিষ্ঠানেও।
কীভাবে এই তরুণরা জঙ্গিবাদে ঝুঁকে পড়ছে, তা প্রতিরোধে করণীয় কী, এসব নিয়ে আলোচনার মধ্যেই এই পদক্ষেপ নেয়ার কথা জানাল সরকার।
এদিকে একই দিন পৃথক এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জঙ্গিদের জামিনের বিষয়ে বিচারপতিদের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জঙ্গিদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। প্রচলিত আইনেই জঙ্গিদের বিচার সম্ভব।
সাম্প্রতিক হামলাগুলোতে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বার বার নাম আসা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় আসেনি। যারা অপরাধ করছে তাদের বিষয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস