বাংলা৭১নিউজ, ডেস্ক: এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান। ২ মে বাছাইপর্বের প্রথম লেগে তাজিকিস্তানের মাঠে মুখোমুখি হয়েছিল মামুনুল বাহিনী। সেদিন ৫-০ গোলের বড় ব্যবধানে হার মেনেছিল লাল-সবুজের জার্সিধারীরা।
ফিরতি লেগে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তাজিকিস্তানের মুখোমুখি হয় লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। এবারও হার এড়াতে পারেনি বাংলাদেশ। অবশ্য হারের ব্যবধান কমিয়েছে! প্রথম লেগে ৫-০ গোলে হারলেও ফিরতি লেগে হার মেনেছে ১-০ গোলে। মাঠে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো খেললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। বেশ কিছু দারুণ গোলের সুযোগ দুর্বল শটের কারণে মিস হয়েছে।
ম্যাচের অষ্টম মিনিটে তাজিকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড় নাজারোভ আখতাম গোল করে দলকে এগিয়ে নেন। তার এই গোলটি বাদবাকি সময়ে বাংলাদেশ যেমন শোধ দিতে পারেনি, তেমনি তাজিকিস্তানও পারেনি আর ব্যবধান বাড়াতে।
ফলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী তাজিকিস্তান।
২০০৩ সাল থেকে ২০১৬ সালের ৭ জুন। গেল ১৩ বছরে বিশ্বকাপ বাছাইপর্ব, এফসি চ্যালেঞ্জ কাপ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচ মিলিয়ে ১০ বার তাজিকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
তার মধ্যে একবার মাত্র জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ২ বার ড্র করেছে। হেরেছে ৭ বার। তার মধ্যে ২-০ ব্যবধানে হার দুবার এবং ১ বার ১-০ ব্যবধানের হার। বাকি সবগুলোতে হেরেছে পাঁচের অধিক গোলের ব্যবধানে!
বাংলা৭১নিউজ/সিএইস