রবিবার, ২৬ মে ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিবন্ধিত সব সোনার দোকানে ইএফডি যন্ত্র বসাতে চিঠি কৃষির উন্নয়নে খাল খননের সুপারিশ ফায়ার সার্ভিসের চলমান সাফল্য ধরে রাখতে হবে: ডিজি ‘রিমাল’ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত জবি অধ্যাপকের মৃত্যু সোমবার চট্টগ্রাম শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ঘূর্ণিঝড় রেমাল: ঢেউয়ের তোড়ে প্রাণ গেলো যুবকের তেল আবিবে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামাসের ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেবে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি: শিক্ষামন্ত্রী পরিবারসহ বেনজীরের আরও ১১৩ স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ ‘পর্যটন কর্মীদের প্রশিক্ষণ দিতে মালয়েশিয়াকে স্বাগত জানানো হবে’ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের পর্যটন মেলা ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ : শাহাবুদ্দিন রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ও আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার ঘূর্ণিঝড় রিমাল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা! ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনের জেরে বাড়িওয়ালাকে কুপিয়ে খুন সন্ধ্যা ৬টা থেকে উপকূল অতিক্রম করতে পারে রিমাল মাগুরায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৯

এরশাদের মঞ্জুর হত্যা মামলায় প্রতিবেদন পিছিয়ে ২৮ মার্চ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বহুল আলোচিত মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২৮ মার্চ পুনর্নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ধার্য দিনে তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রতিবেদন দাখিলে সময়ের আবেদন জানান। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম প্রদীপ কুমার রায়ের আদালত।

মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া, মেজর জেনারেল (অব) আব্দুল লতিফ ও লে. কর্নেল (অব) শামসুর রহমান শামস আসামি। তবে আসামি আব্দুল লতিফ ও  শামসুর রহমান শামসের অংশে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এরশাদ, কাজী এমদাদুল হক ও মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়ার বিচার চলছে।

২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি পুনঃযুক্তিতর্কের ধার্য দিনে রাষ্ট্রপক্ষ মামলাটির তদন্তেÍ কিছু ত্রুটি উল্লেখ করে অধিকতর তদন্তের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। ওই বছরের ২২ এপ্রিল থেকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন বার বার পেছানো হচ্ছে।

১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে পুলিশের হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেনারেল মঞ্জুরের বড়ভাই ব্যারিস্টার আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলাটি করেন।

ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে চার্জশিট দাখিল করেন।
৩৭ বছর আগে সংঘটিত এ হত্যার বিচার একবার সম্পন্ন হয়েছিল ২০১৪ সালে। প্রায় ১৯ বছরে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ১২ জন বিচারকের হাত ঘুরে হোসনে আরা বেগম রায় ঘোষণার দিনও ধার্য করেছিলেন।

সে সময় মামলাটির ৪৯ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২০১৩ সালের ২ অক্টোবর আত্মপক্ষ সমর্থন করেন এরশাদসহ আসামিরা। এরপর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০১৪ সালের ২২ জানুয়ারি হোসনে আরা বেগমের আদালত মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন ১০ ফেব্রুয়ারি।

কিন্তু এর মধ্যে ওই বিচারকও বদলি হওয়ায় নতুন বিচারক রায়ের পর্যায় থেকে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন ২৭ ফেব্রুয়ারি।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com