বাংলা৭১নিউজ,ঢাকা: আদার শুধু চা তৈরি এবং খাবারের সঙ্গে মশলা হিসেবে ব্যবহৃত হয় না। আদায় রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে স্বাস্থ্যকরী এবং ঔষধি গুণাগুণ। তাছাড়া, ত্বক ও চুলের জন্যও দারুণ উপকারী আদা। চলুন জেনে নেয়া যাক ত্বক পরিচর্যায় আদার গুণের কথা।
-আদায় ৪০টির বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। আদা ত্বকের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। তাছাড়া, ফ্রি রেডিক্যালসের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বককে আরও বেশি টান টান করে।
-যারা নিয়মিত ব্রণের যন্ত্রণায় ভোগছেন তারা ব্রণ প্রতিরোধী ক্রিম ব্যবহার না করে আদা ব্যবহার করতে পারেন। আদাতে অত্যন্ত কার্যকরী অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। যা ব্যাকটেরিয়া নির্মূল করে ব্রণ প্রতিরোধ করে।
-ত্বকের ব্রণের দাগ বা অন্যান্য ক্ষত দূর করতে আদা দারুণ কার্যকরী। আদার টুকরো আক্রান্ত স্থানে ব্যবহার করুন। এতে করে দাগ বা ক্ষত দূর হবে দ্রুত।
-আদার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের মসৃণতা এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। আদা, মধু এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এতে ত্বক ফর্সা হবে এবং উজ্জ্বলতা বাড়বে।
বাংলা৭১নিউজ/সিএইস