বাংলা৭১নিউজ, ডেস্ক: বিমান থেকে সিরিয়ায় ত্রান সামগ্রী সরবরাহ করবে জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, বিমান থেকে সিরিয়ার যুদ্ধ বিদ্ধস্ত এলাকাগুলোয় ত্রান সামগ্রী ফেলার জন্য তারা প্রস্তুত। এই ত্রাণ এর মধ্যে রয়েছে ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
জাতিসংঘের একটি সংগঠন ডব্লিউএফপি বলেছে, সিরিয়ার যুদ্ধ বিদ্ধস্ত এলাকার ১৯টি অবরুদ্ধ অঞ্চলে সড়ক পথে সাহায্য পাঠানো অসম্ভব হলে তারা বিমান থেকে অথবা হেলিকপ্টার থেকে মানবিক ত্রান সামগ্রী ফেলার চেষ্টা করবে। এ মুহূর্তে এই সংস্থাটি সিরিয়ার কতৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করছে।
ইতোমধ্যেই কয়েক মাস আগেই ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বারা অবরুদ্ধ ডেইর আল-যোর শহরে সড়কপথে পৌঁছাতে না পেরে আকাশ থেকে মানবিক সাহায্য ফেলেছে জাতিসংঘ। নাগরিকদের উদ্দেশ্যে প্রথমবারের মতো মোট একশ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয়েছিল।
এবার, ফাওয়া এবং কাফ্রাইয়া অঞ্ছলে আকাশ পথে ত্রান সামগ্রী বিতরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: ভোয়া