সোমবার, ২৭ মে ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য নির্বাচিত দপ্তর-সংস্থার মাঝে শিল্পমন্ত্রীর সনদ বিতরণ নিবন্ধিত সব সোনার দোকানে ইএফডি যন্ত্র বসাতে চিঠি কৃষির উন্নয়নে খাল খননের সুপারিশ ফায়ার সার্ভিসের চলমান সাফল্য ধরে রাখতে হবে: ডিজি ‘রিমাল’ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত জবি অধ্যাপকের মৃত্যু সোমবার চট্টগ্রাম শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ঘূর্ণিঝড় রেমাল: ঢেউয়ের তোড়ে প্রাণ গেলো যুবকের তেল আবিবে বড় ক্ষেপণাস্ত্র হামলা হামাসের ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেবে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি: শিক্ষামন্ত্রী পরিবারসহ বেনজীরের আরও ১১৩ স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ ‘পর্যটন কর্মীদের প্রশিক্ষণ দিতে মালয়েশিয়াকে স্বাগত জানানো হবে’ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের পর্যটন মেলা ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ : শাহাবুদ্দিন রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ও আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার ঘূর্ণিঝড় রিমাল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা! ভাড়াটিয়ার রুমে তাস খেলা ও মাদক সেবনের জেরে বাড়িওয়ালাকে কুপিয়ে খুন সন্ধ্যা ৬টা থেকে উপকূল অতিক্রম করতে পারে রিমাল

আড়াই দিনেই উইন্ডিজকে হারাল বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩৫১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়েছে বাংলাদেশ। আড়াই দিনের জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রান করেছিল বাংলাদেশ। বিপরীতে ২৪৬ রানে থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। ৭৮ রানের লিড পাওয়া টাইগারদের দ্বিতীয় ইনিংসটা বেশদূর এগোয়নি ক্যারিবীয় স্পিনে। ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ২০৪ রানের লক্ষ্য দাঁড়ায় উইন্ডিজের সামনে।

আগের দিন টেস্টে সর্বকনিষ্ট বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া নাঈম হাসান বলেছিলেন, ১৫০ রানের লিড হলেও লড়াই করা সম্ভব। বাংলাদেশ ২০৪ রানের লিড পাওয়ায় ভরসা ছিল দর্শকদের। সাকিব, মিরাজ, তাইজুল, নাঈমদের সামনে এই রান যে বড্ড কঠিন তা জানত ক্যারিবীয়রাও।

কিন্তু শুরুর আগেই তাদের মেরুদন্ড ভেঙে দেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। দুইজনেই জোড়া উইকেট শিকার করেন লাঞ্চের আগে। তাতে ১১ রানে ৪ উইকেটে হারিয়ে ফেলে উইন্ডিজ।

ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ওভারেই পেয়ে যান উইকেটের দেখা। কিয়েরন পাওয়েলকে ফিরিয়ে দেন শূন্য রানেই। মুশফিকুর রহীমের হাতে স্টাম্পিংয়ে পরিণত করেন তাকে।

এই উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। সবচেয়ে কমে টেস্ট খেলে একই সঙ্গে তিন হাজার রান ও ২০০ উইকেটের কীর্তি এখন সাকিবের। যেখানে ইয়ান বোথামকে পেছনে ফেলেছেন সাকিব। নিজের ৫৪তম টেস্টেই এই রেকর্ড গড়েছেন সাকিব।

পরের ওভারে ফিরেই সাই হোপকে (৩) তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। এবার মুশফিকের হাতে ক্যাচ বানান তাকে।

ষষ্ঠ ওভারে তাইজুল ইসলাম প্রথমবারের মতো বল হাতে পান। নাঈম হাসানের জায়গা বল হাতে নিয়ে প্রথম বলেই তুলে নেন ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। চার বলের ব্যবধানে ফিরিয়ে দেন রোস্টন চেজকেও (০)। ১১ রানে ৪ উইকেট হারিয়ে লাঞ্চে যায় উইন্ডিজ।

লাঞ্চের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন সুনিল আমব্রিস ও শিমরন হেটমায়ার। তবে হেটমায়ারকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৭ রান করে ফিরেন হেটমায়ার। ৪৪ রানে ৫ উইকেটে হারায় উইন্ডিজ।

৭ রানের ব্যবধানে ডারউইচকে এলবিডব্লিউয়ে পরিণত করেন তাইজুল। সপ্তম উইকেটে দেবেন্দ্র বিশুকে নিয়ে ১৮ রান যোগ করেন আমব্রিস। কিন্তু দেবেন্দ্র বিশুকে বোল্ড করে তাইজুল নিজের চতুর্থ উইকেট শিকার করলে সেই জুটিরও পতন ঘটে দ্রুত।

এরপর আসলে বাংলাদেশের জয়ের অপেক্ষা শুরু। কেমার রোচকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট শিকার করেন তাইজুল। ৭৫ রানে ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা।

তবে নবম উইকেটে জোমেল ওয়ারিকনকে নিয়ে প্রতিরোধ গড়েন সুনিল আমব্রিস। ৬৩ রান যোগ করেন এই দুজন। এই জুটি বাংলাদেশের দর্শকদের মনে একটু হলেও ভয় ধরালো কি?

ভয় ধরানোর মুহূর্তেই ওয়ারিকনকে ফিরিয়ে দেন মিরাজ। ৪১ রান করে ফিরেন ওয়ারিকন। এরপর তাইজুল ফিরিয়ে দেন আমব্রিসকে। ১৩৯ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।  সূত্র: পরিবর্তন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com