চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আনাস (৭) ও ইয়াছিন আরফাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আনাস উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ভূমিরখীল গ্রামের প্রবাসী মোহাম্মদ ইলিয়াসের ছেলে এবং ইয়াছিন আরফাত মো. ফোরকানের সন্তান। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তারা একসাথে খেলতে বের হয়। বিকেলে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম জানান, ‘এদিন দুপুর সাড়ে ৩টার দিকে তারা দুইজন নিখোঁজ হয়। এরপর তাদের সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়।
তিনি বলেন, ডোবাটি বাড়ির মাটি ভরাটের জন্য খনন করা হয়েছিল। পরিত্যক্ত ডোবাটি শুকনো অবস্থায় ছিল, তবে কয়েকদিনের বৃষ্টিতে পানি ভর্তি হয়ে সমতলের সাথে একাকার হয়ে গেছে। শিশু দু’টি দুর্ঘটনাবশত সেখানে পড়েই প্রাণ হারিয়েছে।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: বাসস
বাংলা৭১নিউজ/এসএইচ