বাংলা৭১নিউজ,রাজশাহী: ৯টি শিক্ষা বোর্ডকে পেছনে ফেলে মাধ্যমিক পরীক্ষার ফলে এগিয়ে রাজশাহী শিক্ষাবোর্ড। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রয়াসে ভাল ফলাফল করা সম্ভব হয়েছে।
তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীরা স্কুলমুখী হওয়ায় পাশাপাশি শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে রেজাল্ট তুলনামূলক ভাবে অন্যদের চেয়ে ভাল হয়েছে।
সব বোর্ডকে পেছনে ফেলে মাধ্যমিক পরীক্ষার ফলে সেরা রাজশাহী। তাই শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাস। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে ১ লাখ ৫২ হাজার ৭শ’ ৮৩ জন শিক্ষার্থী এস.এস.সি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪শ’ ৭৬ জন। আর ৯৫ দশমিক সাত শূন্য ভাগ পাশের হার নিয়ে শীর্ষস্থান লাভ করেছে। আর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রয়াসেই ভাল ফলাফল করা সম্ভব হয়েছে বলে অভিমত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের।
এদিকে, শিক্ষার্থীরা ক্লাসমুখী হওয়ায় পাশাপাশি শিক্ষকদের আধুনিক ও যুগোপযোগী পাঠদানের কারণে সন্তোষজনক ফল হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদ হাসানাত আলী।
অন্যদিকে বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থীদের খাতার সঠিক মূল্যায়নের ফল এটি।
রাজশাহী শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, ‘আমাদের সার্বিক মনিটরিং এবং শিক্ষার্থীদের চেষ্টার ফসল এই রেজাল্ট।’
আর ভাল ফলাফলে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকেরাও।
২০১১ সালে মাধ্যমিকে রাজশাহী শিক্ষাবোর্ডে শতকরা পাশের হার ছিলো ৮০.৩২, ২০১২-তে ৮৮.৩৩, ২০১৩-তে ৯৪.০৩, ২০১৪-তে ৯৬.৩৪ এবং ২০১৫-সালে ৯৪.৯৭ শতাংশ।
বাংলা৭১নিউজ/এসএইস