বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল বারেক,আওয়ামীলীগ নেতা আবদুল মোতালেব হাওলাদার ও অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান পদোন্নতি পেয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস