বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলা সহ পৌরসভার সর্বত্রই দিনের ও রাতের বেলায় যন্ত্রতত্র ভাবে মশার উপদ্রব বেড়েই চলেছে। রাতে মশার উপদ্রবে সাধারণ মানুষ অতিষ্ঠি হয়ে পড়েছে। উপজেলা ও পৌরসভার অধিবাসীরা রাতের বেলায় আরামের ঘুম হারাম করেও স্বস্তিতে ঘুমাতে পারছে না। বোদা পৌর শহরের অফিস, বাসাবাড়ি ও বাজারগুলোর হেটেল, রেস্তোরা খাবারের দোকানগুলোতে দিনে ও রাতের বেলায় মশা উপদ্রবে বসে থাকতে পাচ্ছেন না সাধারণ মানুষ।
অপরদিকে রাতের বেলায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ স্বস্তিতে ঘুমাতে পারছে না বলে জানা গেছে। বিশেষ করে হত দরিদ্র জনগোষ্ঠি অধিবাসীরা মশা নিধনের জন্য কোয়েল, মশারি, স্প্রে প্রভূতি মশা নিধনের জন্য ব্যবহৃত দ্রব্যাদি ব্যবহার করতে না পারায় তাদের কোনো স্বস্তি নেই। ইতিপূর্বে বোদা পৌরসভা পক্ষে থেকে মশা নিধনে জন্য নামমাত্র ঔষুধ ছিটালেও মশা থেকে পরিত্রান পাচ্ছে না বোদা পৌরবাসী। এ ব্যাপারে সাধারণ মানুষ মর্শা উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বোদায় মিড-ডে মিল শতভাগ ঘোষণা
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ, মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা’এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে শতভাগ মিড-ডে মিল ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ ভুঞা এর সভাপতিত্বে উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে শতভাগ মিড ডে মিল চালুর ঘোষনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী হারুন প্রমুখ।
এ সময় উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস