বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে সাতপাই স্টেডিয়ামে গত ১৯-২৫ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী জেলা পর্যায়ে রোপ স্কিপিং (দঁড়ি লাফ) খেলা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি আবু নাসের মিলু, সদস্য কামরুন্নেছা আশরাফ দীনা, শায়লা আক্তার রুবী, বাঁধন খান পাঠান ববি। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন শাহানুল কবীর মুন্না। কোচের দায়িত্ব পালন করেন মোঃ তারিকুল ইসলাম। সপ্তাহব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭০ জন খেলোয়ার অংশ গ্রহন করেন।
বাংলা৭১নিউজ/জেএস