বাংলা৭১নিউজ,এস মিজানুল ইসলাম,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বানারীপাড়ায় নারী কেলেঙ্কারীতে জড়িত এবং নৈতিক স্খলনের কারনে ৬৮নং নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমনকে বহিস্কারের দাবী জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী। গত ১২মার্চ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে ওই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষানুরাগী সদস্য পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমন সম্প্রতি বাবুগঞ্জ উপজেলার মুশুরিয়া গ্রামে নারী কেলেঙ্কারী ঘটনায় গনধোলাইর স্বীকার হয়। একারনে গত ১৭ফেব্রুয়ারী বানারীপাড়া ঈদগাহ জামে মসজিদ কমিটি রাহাদ সুমনকে সম্পাদকের পদ থেকে বহিস্কার করে। একই ঘটনায় বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট থেকেও বহিস্কার করা হয়। উল্লেখিত বিষয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা সমূহে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগকারীরা উল্লেখ করেন যে, রাহাদ সুমান চরিত্রহীন, লম্পট প্রকৃতির লোক হওয়ায় বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্ভ্রম হানীর আশংকা রয়েছে। এধরনের নৈতিক স্খলনকারী বিদ্যালয়ে সভাপতি থাকায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এজন্য রাহাদ সুমনকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সহ সভাপতির পদ থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন। এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সাথে আলাপ করলে তিনি রাহাদ সুমনের বিষয়টি আগামীকাল বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কমিটিতে উত্থাপন করা হবে বলে জানান।
বাংলা৭১নিউজ/জেএস