বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

স্ট্রেস দূর করুন ১০ মিনিটে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: দিন শুরু মানে স্ট্রেসের শুরু। এই কাজ, সেই কাজ। এটা করতে গেলে ওইটা বাকি থেকে যায়। অন্যকে দিয়ে করাতে চাইলে কোন কাজ হয়না ঠিকমত। সব কাজ নিজের হাতেই করতে হয় আপনাকে। কখন শেষ করবেন, কীভাবে করবেন, করার মত সব জিনিস আছে কিনা সব মিলিয়ে আপনি অস্থির বোধ করেন, হাঁপিয়ে ওঠেন। মানসিক চাপ এবং স্থিতিস্থাপকতা বিশেষজ্ঞ পউলা ডেভিস দিচ্ছেন স্ট্রেস থেকে ১০ মিনিটে মুক্তির ৭টি উপায়। আসুন জেনে নিই সেগুলো।

পাওয়ার পোজ
ড. এমি কাডি বলেন, স্ট্রেসের সময় নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে পাওয়ার পোজের সাহায্য নিতে পারেন। মানসিক অবস্থার সাথে শারীরিক ক্রিয়ার একটা সম্পর্ক থাকে। তাই এভাবে নিজেকে চাঙ্গা করতে পারেন- কাঁধ পেছনের দিকে নিন এবং বুক সোজা রাখুন; সোজা হয়ে দাঁড়ান; পায়ের পাতা সোজা করে মাটিতে রাখুন। আপনার যদি বেশী ফোনে কথা বলার অভ্যাস থাকে তাহলে হেডফোন ব্যবহার করুন। এটা রোজ অনুশীলন করুন।

পাসওয়ার্ড বদলান
মজার বিষয় হল, আপনার ইমেইল বা ফেসবুকের পাসওয়ার্ড বদলানো আপনার জন্য ভাল ফল আনতে পারে। এমন একটা পাসওয়ার্ড দিন যা আপনাকে উৎসাহী করে, প্রেরণা দেয়। বারবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় আপনার দরকারি সাইটগুলোতে। তাই সেগুলো বদলে ফেলে নতুন করে আপনাকে সহযোগিতা করে এমন কোন শব্দ দিয়ে পাসওয়ার্ড দিন।

ARM
নিজের মনস্তত্বকে ইতিবাচক করুন। খেয়াল করুন কোন সময় আপনার মানসিক চাপ বাড়ছে। সেই অনুযায়ী নিজেকে তৈরি রাখুন। কোনভাবেই নিজেকে উদ্বিগ্ন করে ফেলবেন না। এই তিনটি কাজ করুন-

STEP 1: Acknowledge stress
কেন আপনার মানসিক চাপ তৈরি হচ্ছে, এর উৎস কী এবং শারীরিকভাবে এটা কীভাবে আপনার উপর প্রভাব ফেলছে খেয়াল করুন।

STEP 2: Recognize stress
আপনার স্ট্রেস কি বিশেষ কোন কিছুর সাথে সম্পর্কিত? এই পরিস্থিতিতে সেটি কেন আপনার কাছে অর্থবহ?

STEP 3: Make use of the heightened energy
সর্বোশক্তি প্রয়োগ করুন এবং কারণগুলো বুঝতে তার উপর ফোকাস করুন।

STOP স্ট্রেস
এই একাগ্র কৌশলটি খুবই চমৎকারভাবে কাজে দেয়।

S: Stop
আপনি যাই করছেন, সেটা বন্ধ করুন এবং পরিপূর্ণ মনোযোগের সাথে আপনার অনুভূতি এবং চিন্তাকে পর্যালোচনা করুন।

T: Take a breath
দ্রুত শ্বাস নিন। নিজেকে প্রশান্ত করুন। এতে আবার মনোযোগ দিতে এবং ফোকাস করতে সহযোগিতা পাবেন।

O: Observe
নিজের অবস্থা নোট করুন। শারীরিক সমস্যা কোথায় কোথায় হচ্ছে লিখুন। মানসিক দুশ্চিন্তা কেন হচ্ছে সেটা কতখানি যৌক্তিক সেটাও ভাবুন।

P: Proceed
এবার যখন আপনি আপনার মানসিক অবস্থা নিয়ে বিস্তারিত জানেন, তখন এর মধ্যেই আপনি অনেক রিল্যাক্স বোধ করেন। কারণ সবকিছু আপনার জানা থাকলে নিয়ন্ত্রণও আপনার হাতে চলে আসে।

সময় নিয়ে সিদ্ধান্ত নিন
আপনার সব সিদ্ধান্ত একবারে নিতে যাবেন না। ড. জোশীর মতে, আমরা যখন একটার পর একটা কাজ করি এবং সীদ্ধান্ত নিতে থাকি কীভাবে কী করব তখন অনেক সময়ই আমরা ভুল সিদ্ধান্ত নিই। তাই সময় নিন। স্ট্রেস মুক্ত হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।

কৃতজ্ঞতা দেয়াল
আপনার বাসায় বা অফিসে একটা কৃতজ্ঞতা দেয়াল তৈরি করুন। অর্থাৎ এমন একটি দেয়াল যেখানে বোর্ড লাগানো থাকবে এবং অন্য সদস্যরা বিভিন্ন নোট সেখানে পিন দিয়ে আটকে দেবে। নোটগুলোতে অবশ্যই ইতিবাচক কথা থাকবে। আপনার কাজের ভাল দিকের কথা থাকবে।

নিজেকে ৫ মিনিট সময় দিন
গান শুনুন। বড় বড় মানুষদের ভাল ভাল উক্তি শুনুন, জানুন। নিজেকে রিল্যাক্স হওয়ার সময় দিন। নিজের কাজের প্রতি ভালোবাসা তৈরি করুন। বিশ্বাস করুন আপনি ভাল আছেন।

বাংলা৭১নিউজ/জিএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com