বাংলা৭১নিউজ,শেরপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও পুলিশি হেফাজতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে রোববার শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় কালোব্যাজও ধারণ করা হয়। জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে রঘুনাথ বাজারে গিয়েই মিাছলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা ফজলুল হক লাভলু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আক্রামাজ্জামান রাহাত, বিএনপি নেতা হাছানুজ্জামান জিয়া ও সেলিম শাহী প্রমুখ নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস