বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মোহনগঞ্জে উপজেলার বরকাশিয়া বিরামপুর ইউনিয়নের বরকাশিয়া গ্রামের বাঁশঝাড়ের ভেতর থেকে শনিবার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল মোতালেব খোকন জানান, বরকাশিয়া গ্রামের হান্নান মুন্সীর বাড়ির পিছনে দুপুরের দিকে শিশুরা খেলা করার সময় বাঁশঝাড়ের ভেতরে মুক্তাঝাড়ের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে থেকে চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে গিয়ে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাংলা৭১নিউজ/জেএস