বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ঢাকা হতে হিলিগামী আসাদ কোচের হেলপার ও সুপারভাইজারকে প্রহারকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করলেন মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (১১৬৭) বাংলাহিলি স্ট্যান্ড কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান মিলন।
গত শনিবার বিকেলে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, দিনাজপুরের হাকিমপুরে এক বাসযাত্রী লাগেজ ভুল বসত অন্য যাত্রীকে দিয়ে ফেলায় উপজেলার খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যানের নির্দেশে তার পেটুয়া বাহিনীর সদস্যরা ওই বাসটির সুপারভাইজারসহ দুই হেলপারকে পিটিয়ে আহত করেন এবং ওই লাগেজে রাখা মালামালের ক্ষতিপূরন বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন এবং তাৎক্ষনাত ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে গত ১১ মার্চ। এর পর পরদিন শ্রমিক রাজু আহম্মেদ বাদি হয়ে চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ১৯ মার্চের মধ্যে আসামীদের আটক করা না হলে ২০ মার্চ মৌন মিছিল ও ২১ মার্চ থেকে পরিবহন চলাচলে বিঘœ ঘটবে।
এ সময় মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (১১৬৭) হাকিমপুরের বাংলাহিলি স্ট্যান্ড কমিটির সভাপতি হারুনুর রশীদসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস