বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংলগ্ন বঙ্গবন্ধুর মুর্যালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান। বেলা ১১ টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা, দোয়া, মিলাদ মাহফিল, রচনা ও কুইজ প্রতিযোগিতা অণুষ্ঠিত হয়। মসজিদে এবং সুবিধাজনক সময়ে মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। পরে জেলা শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্নস্থানে স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। শিশু একাডেমিতে আয়োজন করা হয় শিশু সমাবেশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস