বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী এই চক্ষু শিবির ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন এর আয়োজনে ফেডারেশন চত্বরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামীণ চক্ষু হাসপাতাল ঠাকুরগাঁও এর সহযোগিতায় দিনব্যাপী চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, নতুনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা শাফকাতুল আলম, বোদা রিপোর্টাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক। সভাপতিত্ব করেন ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ ফাজেদ আলী।
চক্ষু শিবিরে প্রায় ৫শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৫ জন রোগীকে সানী অপারেশনের জন নির্বাচিত করা হয়। গ্রামীণ চক্ষু হাসপাতালের ডিপুটি ম্যানেজার মোঃ এমদাদুল করিম ও ডাঃ নাদিয়া ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল এই চিকিৎসা সেবা প্রদান করেন।
বাংলা৭১নিউজ/জেএস