শনিবার, ২৫ মে ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

পুকুর খননের বিরুদ্ধে হাইকোর্টের রুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে কৃষি নির্ভরশীল নাটোর উপজেলায় গাজীপুর মৌজায় আবাদী কৃষি জমি নষ্ট করে ব্যাপক হারে অবৈধ পুকুর খননের মহোৎসব বিরাজ করায় অত্র এলাকায় কৃষি ফসলের উৎপাদন চরমভাবে হ্রাস পাচ্ছে। পাশাপাশি উক্ত এলাকায় বসবাসকারী মানুষের মাথাপিছু আবাদী কৃষি জমির পরিমান ক্রমশই কমতে শুরু করেছে।
সাম্প্রতিককালে জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে স্থানীয় প্রভাবশালী কতিপয় স্বার্থান্বেসী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের সহযোগীতায় নির্বিঘ্নে শত শত হেক্টর আবাদী কৃষি জমি নষ্ট করে এবং উহার আকার ও শ্রেণী পরিবর্তনের মাধ্যমে অবৈধ পুকুর খনন করে মৎস চাষ করার ফলে কৃষি নির্ভরশীল বাংলাদেশের দীর্ঘ মেয়াদী ক্ষতি করছেন।
ফলে অত্র এলাকার সর্ব সাধারণের খাদ্য নিশ্চয়তার হুমকি এবং অধিক জলাবদ্ধতাসহ উক্ত এলাকায় পরিবেশের উপর দীর্ঘমেয়াদী বিরুপ প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার বিধি-বিধান যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মৌজায় ভূমির আকার ও শ্রেণী পরিবর্তন করে অবৈধ পুকুর খনন বন্ধে অত্র এলাকার সর্বসাধারণ মানুষ স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবহিত করেন।
এই বিষয়ে প্রশাসনিকভাবে কার্যকরি কোন পদক্ষেপ গ্রহন না করায় এলাকাবাসীর পক্ষে মোঃ মোজাম্মেল, মোঃ শামসুজ্জামান ও মোঃ হাবিবুর রহমানসহ অত্র এলাকার সচেতন ২৭জন কৃষক স্বপ্রণোদিত হয়ে গাজীপুর মৌজায় কৃষি আবাদী জমি নষ্ট করে এবং উহার আকার ও শ্রেণী পরিবর্তনের মাধ্যমে অবৈধ পুকুর খনন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে গত ১১/০২/২০১৮ইং তারিখে ২০৭৮/২০১৮ ইং একটি রীট পিটিশন দায়ের করেন। যা গত ১২/০২/২০১৮ইং তারিখে শুনানীর পরে মহামান্য হাইকোর্ট বিভাগ গাজীপুর মৌজায় অবৈধ পুকুর খনন বন্ধে সচিব, ভূমি মন্ত্রণালয়, নাটোর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদর) এর প্রতি রুল নিশি জারি করেন।
উক্ত রীটপিটিশনকারীর পক্ষে সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ জালাল উদ্দিন (উজ্জ্বল) উক্ত রীটি পিটিশনটি দায়ের করেন এবং উক্ত রীটের শুনানীতে মোঃ মেসবাউল ইসলাম আসিফ অংশগ্রহন করেন ও তাকে সার্বিক সহযোগীতা করেন রীট দায়েরকারী হাইকোর্টের আইনজীবি ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com