শনিবার, ২৫ মে ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

খালেদা জিয়া কারাগারে থাকাতে আগামী নির্বাচনে কোন প্রভাব পরবে না-স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১০৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া কারাগারে থাকাতে আগামী নির্বাচনে কোন প্রভাব পরবে না। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আন্দোলনের নামে কোন বিশৃংখলা কিংবা অরাজকতা সুষ্টি করলে তা সহ্য করা হবে না। বিশৃংখলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। খালেদা জিয়ার রায়ের প্রসংগে তিনি বলেন যারা রায় নিয়ে কথা বলছেন তারা বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলছেন। এখানে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে। রায়ের ব্যাপারে সরকারের কোন প্রভাব নেই।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবির রচিত ‘আমার জীবন স্মৃতি ২’ নামক একটি পুস্তকের মোড়ক উন্মোচন করেন।

পৌর মেয়র মিসেস নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি ড.এম মুনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম(বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

 

মোড়ক উন্মেচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোন শান্তিপুর্ণ  সামাজিক,সাংস্কৃতি বা রাজনৈতিক অনুষ্ঠানে বাধা দেই না। তবে সামাবেশের উপর ঢাকায় যে নিষেধাজ্ঞা ছিল তা এখনো প্রত্যাহার হয়নি। তা প্রত্যাহার হলে ঢাকার পুলিশ কমিশনার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। বিএনপির কোন শান্তিপুর্ণ কর্মসুচিতে পুলিশ বাধা দেয় না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সামনে পুলিশকে বেধরক পেটানো হলো , পুলিশের পিঠে রাইফেল ভাঙ্গা হলো , প্রিজন ভ্যান ভেঙ্গে আসামী ছিনিয়ে নেয়া হলো, তারপরও পুলিশ ফায়ার ওপেন করেনি।

পুলিশ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পেশাদরিত্বের পরিচয় দিয়েছে। দেশ প্রেমে উদ্বুদ্ব হয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ কোন কর্মসুচিতে বাধা দিচ্ছে তা সঠিক নয়।’

এরপর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার বার্ষিক সমাবেশের সমাপনি অনুষ্ঠানে যোগ দেন এবং হেবজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com