মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

মাফিয়াদের দমনে মেক্সিকোতে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মেক্সিকোর মাদক মাফিয়াদের দমনে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 

রবিবার (৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান এই মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে এ প্রস্তাব দেন তিনি। 

এর আগে গত শনিবার এক জনসভায় ট্রাম্পের প্রস্তাবের বিষয়টি সামনে আনেন শেইনবাউম। তিনি জানান, সেনা পাঠনোর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও তথ্য আদান-প্রদানে তার দেশ আগ্রহী।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‌‘সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিলাম’। তার যুক্তি, মাদক সম্রাটরা ভয়ংকর, তারা অসংখ্য মানুষ খুন করে যাচ্ছে।’ ট্রাম্পের অভিযোগ, ‘তারা মাদক বিক্রি করে আমাদের নাগরিকদের ধ্বংস করছে।’

গত বছর ফেন্টানিলসহ অন্যান্য মাদকে যুক্তরাষ্ট্রের ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে বলেও জানান এই মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, যদি মেক্সিকো মাদক কারবারিদের দমনে সহায়তা চায়, তাহলে আমরা তা দিতে আগ্রহী। অভিবাসী ও মাদকের চোরাচালান ঠেকাতে মেক্সিকো যথাযথ ব্যবস্থা নিচ্ছে না দীর্ঘদিনের অভিযোগ তার। এটিকেই দেশটির ওপর শুল্ক আরোপের কারণ হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প।

এর আগে মার্চের শুরুতে মেক্সিকো সম্পর্কে মন্তব্য করে ক্ষোভের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি বলেন, ‘দক্ষিণের প্রতিবেশী মেক্সিকো পুরোপুরি অপরাধী চক্রের দখলে।’

তবে, গতকাল ট্রাম্প দাবি করেন, সশস্ত্র গোষ্ঠীর হামলার শংকায় শেইনবাউম মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভদ্র মহিলা এই চক্রের সদস্যদের এতটাই ভয় পান যে, কঠিন কিছু চিন্তা করতে পারছেন না।’

সূত্র : আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com