শুক্রবার, ২৪ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর লালমনিরহাট রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান বান্দরবানে কুকি-চিনের দুই সদস্য নিহত জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ১১ দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের ডিবি কার্যালয়ে কলকাতার তদন্ত সংশ্লিষ্ট স্পেশাল টিম ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন আলী হোসেন চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী বিএনপি ষড়যন্ত্র নির্ভর দল: নানক সহকারী কর কমিশনারের বিরুদ্ধে ২ কোটি টাকার দুর্নীতি মামলা গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম এমপি আনার হত্যার তদন্তে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কিছু জায়গায় বৃষ্টির আভাস চার্জার লাইটের ভেতরে ৫ কোটি টাকার সোনা, ২ বিদেশি গ্রেপ্তার

নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সবার আগে শেষ চারে ইংল্যান্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: টুর্নামেন্ট শুরুর আগেই তাদের গায়ে লেগেছে ফেবারিট তকমা। গতকাল মঙ্গলবার কার্ডিফে নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে শিরোপার দাবিটা আরও জোরালো করল ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের এই পরাজয়ে ভীষণ খুশি হওয়ার কথা বাংলাদেশের। পয়েন্ট তালিকায় এখন দুই দলের সমান ১ পয়েন্ট। কার্ডিফেই ৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড তাই মুখোমুখি হচ্ছে সমতায় থেকে। ‘এ’ গ্রুপ থেকে ইংল্যান্ডের সেমিফাইনাল সবার আগে নিশ্চিত হলেও সুতোয় ঝুলে আছে বাকি তিন দলের ভাগ্য।
তিন অঙ্ক ছুঁতে পারেননি কোনো ইংলিশ ব্যাটসম্যান। শতরানের জুটি হয়নি একটিও। তবুও ইংল্যান্ড ৩০০ পেরিয়েছে ‘দশে মিলে কাজ করি’ নীতিতে। অ্যালেক্স হেলস, জো রুট, জস বাটলারের ফিফটি আর বেন স্টোকসের ৪৮ বড় অবদান রেখেছে ইংলিশদের স্কোরটা হৃষ্টপুষ্ট করতে। ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৩১০ রান তুলে ফেলেছে ইংল্যান্ড।
দলের ১ রানে ওপেনার লুক রনকিকে হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে মার্টিন গাপটিল-কেন উইলিয়ামসন ৬২ ও তৃতীয় উইকেটে উইলিয়ামসন-রস টেলর ৯৫ রানের জুটি ভিন্ন আভাসই দিয়েছিলেন—ইংল্যান্ডের দেওয়া ৩১১ রানের লক্ষ্য পেরোনো অসম্ভব নয় নিউজিল্যান্ডের। কিউইদের কী যে হলো, ৩৩. ৩ ওভারে ৩ উইকেটে ১৬৮ রান তোলা নিউজিল্যান্ড ৫৫ রানের মধ্যে বাকি ৭ উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে অলআউট ২২৩ রানে।

জ্যাক বল-মার্ক উড শুরু করেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে দারুণভাবে চেপে ধরেন দুই ইংলিশ পেসার। সুযোগটা কাজে লাগিয়ে পরে কিউইদের ধসিয়ে দিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ৩২ রানের মধ্যে নিউজিল্যান্ডের যে ৫ উইকেট পড়েছে, চারটিই তাঁর। নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের ৮৭ রানের ইনিংসটা তাঁর ব্যক্তিগত পরিসংখ্যানই যা উজ্জ্বল করেছে, দলকে সেটি জয় এনে দিতে পারেনি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com