মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটিকে পূবালী ব্যাংকের আর্থিক অনুদান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

এ উপলক্ষ্যে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. সাবেরা খাতুনের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও সুলতানা সরিফুন নাহার উপস্থিত ছিলেন।

এসময় গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. নাজমা হক, পূবালী ব্যাংক জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী ক্যানসার অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নেয়, এর মধ্যে নারীদের জন্য সার্ভিক্যাল ও ওভারিয়ান ক্যানসার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।

আমরা মাল্টিডিসিপ্লিনারী সেবা নিশ্চিত করা জন্য ও গাইনোকলজিক্যাল ক্যানসার আক্রান্ত নারীদের চিকিৎসা এবং এবিষয়ে উচ্চতর গবেষণায় সহায়তা করার জন্য পাশে থাকতে চাই। এরই প্রেক্ষিতে গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশকে এই অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com