আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভার খেলেও ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং। তবে বাংলাদেশের বিপক্ষে আজ ভিন্ন রূপ দেখিয়েছেন দলটির ব্যাটাররা। শুরুর দিকে দেখেশুনে খেললেও শেষদিকের আক্রমণে ভালো পুঁজি পেয়েছে তারা। স্লো আউটফিল্ড ও পিচ বিবেচনায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।
নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান।.২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তানজিম সাকিব।
আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে।
শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান।
ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এ ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা। মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল।
একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফিরিয়েছেন এ পেসার।
বাংলা৭১নিউজ/এসএন