বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

মোহাম্মদপুরে গণপিটুনিতে আবারও ২ ছিনতাইকারী নিহত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে আলাদা স্থানে গণপিটুনিতে আবারও দুই ছিনতাইকারী নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।

নিহতরা হলেন, সুজন (১৯) ও শরীফ (২০)।

সুজন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরটিট্রা ৬ নম্বর ওয়ার্ড এলাকার মো. জাহাঙ্গীর আলম ও মোছা. শাহানাজের ছেলে। নিহত শরীফ ভোলার লালমোহন উপজেলার শিবপুর এলাকার মৃত জাহাঙ্গীর ও রানু বিবির ছেলে। নিহত দুজনই মোহাম্মদপুর থানার বছিলা ৩ নম্বর রোড এলাকায় বসবাস করতেন।

মোহাম্মদপুর থানার ওসি রফিক আহমেদ বলেন, মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং-১৬ হাক্কারপাড় রাস্তার ওপর ছিনতাইয়ের সময় উত্তেজিত জনতা সুজনকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক সুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে রেফার্ড করেন। এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে গ্রিন সিটি হাউজিংয়ের ৩ নম্বর রোডে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে গুরুতর আহত হন শরীফ (২০)। পুলিশ উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ওসি রফিক বলেন, আলাদা স্থানে গণপিটুনিতে নিহত দুজনের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে। মামলাগুলো ছিনতাই ও ডাকাতির ঘটনায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com