বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

ব্রাজিলকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। একই সময়ে হওয়া অন‍্য ম‍্যাচে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে হেরে আরও একবার বাছাইয়েই শেষ হয়ে গেছে ভেনেজুয়েলার বিশ্বকাপ।

বাংলাদেশ সময় আজ বুধবার সকালে এল আলতোয় ১-০ গোলে জিতেছে বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। ৪২ শতাংশের কিছু বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৩ শট নেয় বলিভিয়া, এর ১০টি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন‍্য ১০ শট নিয়ে কেবল তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।

ব্রাজিলের খেলায় না ছিল চেনা ধার, না ছিল গতি। এল আলতোর উচ্চতার জন‍্য নিজেদের স্বাভাবিক ফুটপবল খেলতে পারেনি কার্লো আনচেলত্তির দল। সপ্তম মিনিটে ৩৫ গজ দূর থেকে লুইস হাকিনের গতিময় শট ঝাঁপিয়ে ফেরান ব্রাজিল গোলরক্ষক আলিসন। কয়েক সেকেন্ড পর আবার সুযোগ পায় স্বাগতিকরা। এবার দিয়েগো মেদিনার ক্রসে পেনাল্টি স্পটের কাছ থেকে শট নিতে পারেননি এন্সো মন্তেরিও।

সপ্তদশ মিনিটে দূরূহ কোণ থেকে মিগেল তেসেরোসের শট ঠেকান আলিসন। ৪০তম মিনিটে লক্ষ‍্যে প্রথম কোনো শট রা্খতে পারে ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে লুইস এইহিকের শট সহজেই ফেরান বলিভিয়া গোলরক্ষক।

যোগ করা সময়ে সফল স্পট কিকে বলিভিয়াকে এগিয়ে নেন তেসেরোস। ঠিক দিক ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি আলিসন। রবের্তো ফের্নান্দেসকে ব্রুনো গিমারাইস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগিতকরা।

দ্বিতীয়ার্ধেও প্রথম সুযোগ পায় বলিভিয়া। ৫৪তম মিনিটে দুরূহ কোণ থেকে মোইসেস পানিয়াগওয়ার শট ফেরান আলিসন। ৭১তম মিনিটে রবসন মাতেউসের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান তিনি।

৮৬তম মিনিটে আলিসনের দারুণ সেভে আরও বাড়েনি ব‍্যবধান। গাব্রিয়েল ভিয়ামিলের দারুণ ক্রসে কার্মেলো আলগারানাসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক। শেষের স্নায়ুক্ষয়ী সময়টুকু কোনোমতে কাটিয়ে দিয়ে জয়ের হাসিতে মাঠ ছাড়ে বলিভিয়া।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com