বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

চবিতে আজও ক্লাস-পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে সুনসান নীরবতা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর আজ সোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাসজুড়ে সুনসান নীরবতা বিরাজ করছে।  

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, গতকালের পরিস্থিতি বিবেচনায় আজ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকদের বাস নিয়মিত সূচিতে চলাচল করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, গোল চত্বর ও দুই নম্বর গেট এলাকা ও ক্যাম্পাস অনেকটাই ফাঁকা রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের বাহন শাটল স্বাভাবিক নিয়মেই চলাচল করছে।

এর আগে ভাড়া বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় ক্যাম্পাসসংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

এতে দুপক্ষের অন্তত ২২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রায় ২০০ জনই শিক্ষার্থী। সংঘর্ষের পর গতকাল রবিবার সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। 

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com