দিনাজপুরের রাণীগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও আহতদের পরিবার।
শনিবার বেলা ১১টায় দিনাজপুরের ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের কয়েকজন দোসর বিনা অপরাধে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে মো. জাহিদ ইকবাল, ফিরোজ আলম, মিজানুর রহমান ও রাজীবকে নির্মমভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। বর্তমানে প্রত্যেকের জীবন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সকল ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে রাণীগঞ্জ এলাকাবাসী ও আহতদের পরিবার মানববন্ধন করেন।
মানববন্ধনে ভিকটিম জাহিদ ইকবাল, ফিরোজ আলম ও মিজানুর রহমানের পরিবারসহ স্থানীয় জনসাধারণ অংশ নিয়ে প্রতিবাদ জানান। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় গত ১৩ আগস্ট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে দিনাজপুরের ফাজিলপুর ইউপির রানীগঞ্জ বাজারের দক্ষিণ পাশের এক চাতালে এ হামলার ঘটনাটি ঘটে।
বাংলা৭১নিউজ/এসএইচ